চমকায়িত আকাশকে হারাবো বলে পথে নেমেছিলাম,
ঘূর্ণায়মান পৃথিবী পারেনি ফেরাতে আমায়।
প্রবাহিত বাতাসকে কাটাতে তরুর দিকে চেয়েছিলাম,
ধূমায়মান তটিনী পারেনি ফেরাতে আমায়।
হিমশীতল বক্ষ থেকে রক্তক্ষরণ ঘটে,
নির্মীলিত স্বপ্নগুলো অযথাই বটে।
লোভী বান্দা যা আছে তারও বেশি চায়,
দুঃখী বান্দা অধিকারের কদাচিৎ পায়।
চেয়েছিলাম বদলে দেবো বিকৃত সমাজ,
ভেবেছিলাম দেখাবো এক প্রকৃত আওয়াজ।
সৃষ্টিগুলো হয়তো হবে ধূলিকণায় মগ্ন,
বৃষ্টিগুলো পাবেনা ফিরে উচ্ছলতার অন্ত।
লাল পাহাড়ের সূর্য থেকে শঙ্খধ্বনি রটে,
হায় নির্মীলিত স্বপ্নগুলো অযথাই বটে।
শ্যামা নদীর তীরে বসে অবাক পানে ভাবে,
সম্ভাবনার দ্বার খুলে আপদ যাবে কবে,
ব্যাপক বৃষ্টি পড়বে সেদিন,নাইতো কোনো দ্বন্দ্ব,
তীক্ষ্ণতার ধারালো ছুরি হবে তখন পন্ড।
ভ্রমের সরু ছাউনি থেকে দৃষ্টিপাত ঘটে,
নির্মীলিত স্বপ্নগুলো অযথাই বটে!!