যখন প্রখর তপন তাপে দগ্ধ তুমি
তোমায় আমি এক পশলা বৃষ্টি দিলেম,
যখন শ্রান্ত ক্লান্ত পথিক তুমি
তোমায় আমি সুনিবিড় ছায়া দিলেম ,
যখন হিমেল হাওয়ায় আড়ষ্ট তুমি
তোমায় আমি উষ্ণতা মাখিয়ে দিলেম ।
তুমি আমায় কি দিলে??কি দিলে??
যখন তমসাবৃত যামিনীর বুকে জাগ্রত তুমি
তোমায় আমি কবিতার ছন্দে মাতিয়ে দিলেম,
যখন কর্মের কারাগারে আবদ্ধ তুমি
তিলেক স্বস্তির তরে ছটফট করছো
তোমায় আমি সুরের মায়ায় বেঁধে নিলেম।
তুমি আমায় কি দিলে??কি দিলে?
তোমার তরে এই অঙ্গে
লাজুক রঙে শাড়ি জড়ালাম,
তোমার লেখার কথা দিয়ে
হৃদি ফুলের মালা গাঁথিলাম,
স্বপন মাঝে তোমার সনে
মিলন সুখে প্রানভরালাম।
তুমি আমায় কি দিলে??কি দিলে??