কি করে ধরে নেব প্রিয় তুমি নেই,
তুমি যে আমার সার্বিক সত্তা,
আমার অংক,বাংলা ,আমার ইতিহাস
আমার কাব্যরসের ধারা,
তুমি যে আমার হৃদয়ের প্রতি পরতে পরতে বিলীয়মান, তোমায় ছুঁতে পারিনা হয়তো বা,
তবু ও তুমি আছো  অহরহ,
আমার নয়নে  শয়নে নিদ্রায় জাগরনে তুমি আছো ,
তুমি যে চৈত্রের দাবদাহে এক পশলা বৃষ্টি
শ্রাবণের  বারিধারা,হেমন্তের  স্নিগ্ধ শিশির
ফাগুনের মাতাল বাতাস ,জীবনের ফল্গুধারা,
তুমি আছো প্রিয়,ছিলে তুমি, থাকবে আমরণ
হৃদয়  পাত্র ভরা বিশ্বাস  আর ভালোবাসা দিয়ে তোমায় যে করেছি বরণ।
ওগো প্রিয়,এ জনম তো কেটে গেল
না পাওয়ার বেদনাতে,
পর জনমে মনে রেখো,এমন ভাবে বেঁধে রেখ
আরো আরো বেশি শক্ত করে, আমায় তোমার নিজের করে,জনম জনম থেকো তুমি আমার ভালোবাসার ঘরে।
তুমি আছো,তুমি ছিলে ,তুমি থেকো প্রিয়
জীবন মরণের পারে।