চোখের তারায় আজ ও রাখিনি চোখ ,
ছুঁয়ে ও দেখিনি আলতো অনুভবে ,
বুঝিনা তবু কোন সে অকারণ ,
আকুল নয়নে কেন যে চেয়ে থাকে?
বাঁশরি তার বাজালে যে হায় ,
সকল বাঁধন কেমনে খুলে যায় ।
মন প্রাণ সব সে নয়ন পানে ধায় ,
হৃদি সাগরে খুশির হিল্লোল বয় ।
জানি না সে দুচোখ কি যে মায়া জানে ,
অপার প্রশান্তি তৃপ্ততা বয়ে আনে ,
সারাদিনের সব ক্লান্তির নাশ ,
যতই দেখি না,মেটে না চোখের আশ।
মন বলে শুধু ওই দু চোখেই ডুবে থাকি
পার্থিব সব কর্মে দিয়ে ফাঁকি,
সারাদিন যেন সকল কাজের মাঝে ,
মিটিমিটি হাসি হৃদয়ে নুপুর বাজে।
রন্ধন শালায় কত যে ভুল হয়,
মন প্রাণ সব যেন সেই কেড়ে লয়।
পিছন থেকে কখনো ডাকে আসি
বুকে এসো প্রিয়া, একটু ভালোবাসি।
কাজের মাঝে হঠাৎ চমকে উঠি,
অনুভবে হৃদে তুফান ওঠে ফুটি।
আজ ও দেখিনি এক পলক যারে,
মন প্রাণ সব কেন এমন করে কাড়ে??
থাকুক না সে সাত সমুদ্দুর পার,
অন্তরে সে যে মিলিমিশি একাকার।
দু আঁখি যেন সম্মোহন জানে ,
হৃদয় হরিছে ক্ষণে অক্ষণে।