মল্লিকা বনের প্রথম সৌরভে তোমায় মাতিয়েছি ,আজ বসন্তের
বিদায়ী বেলায় শেষ সুগন্ধ
তোমাতে ঢেলেছি, হয়েছি সমর্পিতা দেহে মনে,তবু ও জয় করতে পারিনি তোমায়, তাই তো
অনুভবে মিশতে পারোনি,
একটু ছুঁতে চাইলে শত যোজন দূরে চলে গেছ,
বুকের হাহাকার দেখতে পাওনি,দু চোখ ভরা জল দেখনি,হৃদয় তন্ত্রীতে মিশে ব্যাকুলতা বোঝ নি,
একবার ও প্রিয়তমা বোলে ডাকতে পারো নি,
আপন করে বুকে জড়িয়ে
ধরো নি,আজ বুঝেছি তোমায় জয় করার সাধণা
নেই যে আমার, তাই আমি উপেক্ষিতা, চির অবহেলিতা,পরাজিতা সত্যি পরাজিতা।