কাব্য আবেশিত করে,কথা বলে হৃদয়ে হৃদয় ছুঁয়ে,শিহরণ তোলে শরীর মনে,পাওয়া না পাওয়ার সীমানা ছাড়িয়ে ,কাব্য হৃদয়ের প্রতি পরতে পরতে দোলা দেয়,অনাস্বাদিত তৃপ্ততায় ভরিয়ে তোলে, বিরহে বেদনায় হাসি কান্না ভালোলাগা ভালোবাসার আবেশ মাখিয়ে নিয়ে যায় তার প্রাণ প্রিয়ের কাছে
এমনি এক কাব্যগ্রন্থ কবি অচিন্ত্য সরকারের "অলয় প্রহেলিকা" । প্রতি কাব্য কথা কবি মনের অনন্য অনুভবের পরিচয় বহন করে, তা বলে যায় প্রেম ভালোবাসা বলে আসে না বা স্বীকৃতির বন্ধনে ও
আবদ্ধ থাকে না,যে ভালোবাসা সত্যিকারের তা
কোন বাঁধ মানে না ফিরে আসে বারে বারে,একই
ভাবে প্রেম স্বীকৃতির বন্ধনে হাঁপিয়ে ওঠে....
অপার আনন্দ অপার তৃপ্ততা রেখে যাই কবির কাব্যগ্রন্থের প্রতি...তবে একটা কথা না বলে পারা যায় না সত্যি কবি পাষাণ,এ জনমে ঈশ্বর বোধহয় কবিকে অসহ্য সহ্য শক্তি উপহার দিয়েছেন...কেননা কাব্য পড়ে যা বুঝেছি
কবির জীবন যেন উষ্ণ মরু,হাহাকার নৈরাশ্য অতৃপ্ততায় ভরা ...নিজের হৃদয় টা ও কেঁদে ওঠে...ভালো থাকুন কবি,অনেক শ্রদ্ধা ভালোবাসা ,
আরো এমনি জীবন্ত কাব্যগ্রন্থের পথ চেয়ে রইলাম...