হ্যাঁ,ফেসবুকের পাতায় প্রথম আলাপ ছেলেটির আর মেয়েটির,
মেয়েটি,ছেলেটির প্রফাইল না সার্চ করেই
বন্ধুত্ব গ্রহন করেছিল।
তার মনে দৃঢ় বিশ্বাস ছিল ,
এত মমতাভরা যার চাহনি,এত পবিত্রতা মাখা
যার মুখের আদল সে নিশ্চয়ই খুব ভালো বন্ধু হবে।
ছেলেটি,মেয়েটিকে প্রথম আলাপেই বলেছিল-"তার সৌরভ সে ডুবতে চায়"
উত্তরে মেয়েটি বলেছিল- "না,তা কি করে সম্ভব?
সে যে সাগরে মিশেছে।"
ছেলেটি বলেছিল-"সে মেশে মিশুক,তবু ও তার গায়ের মিষ্টি গন্ধ সে প্রাণ ভরে নিতে চায়।"
এভাবেই প্রথম দিনে একে অপরের কথার আবেশে ডুবে যায়,
প্রতিদিনের কথায় আলাপে দুজনের ভালোবাসা তাদের অজান্তেই গভীর থেকে গভীর তম প্রদেশে নিমজ্জিত হয়।
এমন যে এক আলোকবর্ষ দূরে থেকে ও একে অপরের রাগ অভিমান সব চাওয়া নিরব হয়ে থাকা
সব অর্থ যেন দুজন দুজনের অনুভবে মিশে যায়....
প্রথম দিন থেকেই গভীর সমর্পণ ছিল ছেলেটির
মেয়েটি সে ভাষা বোঝেনি...
বুঝতে বুঝতে তার প্রায় দীর্ঘ এক বছর সময় লেগে গেল,তখন নদী যেমন ভাবে সাগরে সমর্পিত হয়
সে ও সমর্পিত হলো....
ছেলেটি মেয়েটির কাজল কালো চোখের দিকে
তাকিয়ে ,উষ্ণতার আবেশ ছিটিয়ে দিয়ে
কানে কানে চুপি চুপি বলে গেল-
"দীর্ঘ এক বছর পর
এখন থেকে আমি তোমার বর"