বাংলা কাব্যের অগ্রগামী তুমি
বাঙালির জাতীয় কবি ,
সাম্যের গাথা রচিয়াছ তুমি
চিত্তে বিরাজে সব ই।
অগ্নিবীণা লয়ে তুমি প্রকাশিলে
এই ধরাধামে ,
রাজনীতিবিদ সংঙ্গীতজ সাংবাদিক
মানবতার কবি শতেক নামে জনে মানে।
তোমার বাণী বয়ে চলে সদা
নির্ভিকতার বাণী ,
তব গাথা জ্বালিনু বহ্নি
দাসত্বে বিদ্রোহ আনি।
তোমার বাণীতে জাগ্রত
আজি নবীন তরুণদল,
গীতিমালা কবিতা বয়ে আনে যেন
বাহুতে শতেক বল।
ধর্মীয় বিভেদ লিঙ্গবৈষম্যে
হেনেছ বজ্রাঘাত ,
তব অমৃত সুধা লয়ে আসে সদা
অত্যাচারের প্রতিবাদ।
তব অমৃতবাণী গেয়ে চলে সদা
বিদ্রোহের জয়গান
মাটির ঘরে জনম লভিনু
মাটির মাণুষে টান ।
নিরীহ হৃদয়ের মরমগাথা
তব লেখণীতে ঝরে
অমরত্বের আসন লভিয়াছ
জাতীর অন্তরে।।