বড্ড খেয়ালী স্বভাবের আলোটাও
দূরে গেলে আবছা হয়ে যায়,
ঠিক বুঝতে পারি না
আমি কি তেমন?

কই, আমি তো খেয়ালী নই
বৃষ্টি এলে বোঝা যায়।

স্বভাবটা মন্দ,
অসম্ভব রকমের মন্দ;
পরিবর্তন আবশ্যক।
কিন্তু সংশয়,
ভুলে ভরা এই পৃথিবীতে আদৌ কি তা সম্ভব?

আমি ভালোবাসা চাই,
সাধারণ ভালোবাসা না
তীব্র ভালোবাসা।
যে ভালোবাসায় অমাবস্যা রাতেও
আকাশ চিরে গৃহত্যাগী জোছনা বের হয়।

বাধা কোথায়?

"দায়িত্ব"

ভালোবাসা পেতে গেলে
ভালোবাসা দিতে হয়,
ভালোবাসা দেওয়া সহজ ব্যাপার না।

যারা দায়িত্ব নিতে জানে না,
দায়িত্বের বেড়াজালে নিজেকে আটকে রাখতে পারে না,
তারা ভালোবাসতে পারে না।

ভালোবাসা কি জিনিস?
বাবা মা ভালো জানে...