স্বপ্নেরা ধোঁয়া হয়ে ভেসে বেড়ায়
চোখের সামনে মিশে যায় বাতাসে
আকাশ ছোঁয়া ইচ্ছে নিয়ে উপরে উঠতে থাকে তারা
গন্তব্য স্পর্শ করার আমূল প্রচেষ্টা
কিন্তু,
বাতাসে গা এলিয়ে দেওয়া মাত্রই
হারাতে থাকে,
উবে যেতে থাকে তারা...