আগত আরও কিছু মুহূর্তের বলি চড়াতে
হালকা শিতের পাজামা ছুঁয়ে
হলুদ সূর্য্য হাজির
আবার পূবাকাশে।

আমিও অর্ঘ্য সাজাই।