দিশাহীন রাতের
না-ঘুমানো বিন্দু বিন্দু কষ্টগুলো
ভিড় করে আসে
অজান্তে ভারী হয়ে আসা চোখের পাতায়
রোজ ভোররাতে।
যেখানে নরম পায়
ঘাঁটি গাড়ে l
হাঁচড়ায় কামড়ায় খোবলায় ,
অগুণতি নখের আঁচড়ে
রক্তাক্ত করে সাধের মনন
ছড়ায় বিষ !
রোজ ভোররাতে।
শিকল তো ঘুচেছে কবেই।
জমতে থাকা সেলুলয়েডের ট্রাজেডি
আর চলন্ত বাসের সেই
না-ভোলা আমি-তুমি
যেন সম্পর্কেরই এদিক ওদিক।
বাকিটুকু জুড়ে
পড়ে থাকে শুধুই শিকল-ছেঁড়ার টান।
ঘাম মুছে জেগে ওঠার আগে
মাপতে চাই নিজেকে
আপাত নি:স্ব আমিকে মেজেঘষে
সাবালক করার অফুরন্ত চেষ্টায়
লেলিয়ে দিই দু:স্বপ্নগুলো
আজও ভোর হয়--
রোজ ভোররাতে।
----ঝন্টু মণ্ডল . ২৭/১০/২০১৩ -৮am