হঠাত্‍ আসা মৃত্যুরা
ছিঁড়ে নিয়ে যায় দৈনন্দিন সুখ
রঙ্গমঞ্চের কুশীলবের ধারণা থেকে
বেরোতে পারিনা এতটুকু

চোখের কোণে যদিবা
জল আসে এক ফোঁটা
মুছে নিই চকিতে
কেউ দেখে ফেলার আগেই

না।
আবেগ আমায় মানায় না।

আগুন আছে।
ইলেকট্রনিক চুল্লি আছে।
শেষ বিদায়ের স্মৃতিগুলোকে
শিতল করার জন্য
চিরতরে।

আত্মা যদি থেকে থাকে
তুমি সুখ খুঁজো ঝরা পাতায়
তৃষ্ণা মিটিও আমার
লুকিয়ে ফেলা নোনা জলে


----ঝন্টু মণ্ডল . ০৫/০১/২০১৪ -৫pm