নিরব ইচ্ছেগুলো যখন
নিথর হয়ে খসে পড়েছিল,পড়ছিল গিলোটিনে
নির্বিষ ছটফটানিতে
ধুঁকেছিলাম আমিও !
না, তখনও না।
নিস্তরঙ্গ একলা পথে যখন
বাউন্ডুলেপনার ছাড়িয়েছি মাত্রা l
ক্ষইয়েছি নিজেকে
পড়েছি পুড়েছি ফেটেছি--
আবার জুড়েছি না থেমে;
সঙ্গ দিয়েছে কানে লাগা রডোডেনড্রন
না। তখনও না।
ধুমকেতুর নাগাল পেরিয়ে যখন
একটা একটা করে তারা এসে ভিড়েছিল আমার
সাদামাটা আটপৌরে জীবনে
তখনও চাইনি কিছু
অতীত আর আগামীকে মেলাতে l
সে সুখে থাক তার
স্বল্পায়ু নাগরিক জীবনে।
আমি আজ হাউই হবো।
----ঝন্টু মণ্ডল . ০২/১১/২০১৩ -৮am
শুভ দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে। আলো হয়ে উঠুক সবার জীবন।