ডুবে যাওয়া স্বপ্ন
ভেসে ওঠা কিছু অনাবিল মূহুর্ত---

দাগ রেখে যায়।

এখনও চুপিচুপি কথা হয়।
এলোচুলে এখনো সেই মায়া।

শুধু আমি।
আর ছায়া।

----ঝন্টু মণ্ডল . ০৬/১১/২০১৩ -১০pm