সে বড় নিষ্ঠুর্।

এক লহমায় ভেঙে খান খান করে দিতে পারে
এত দিন ধরে তিল তিল করে গড়ে তোলা
সেই প্রাচির্।

ঘন অন্ধকারে
যে প্রাচির সাহস যোগায় অজান্তেই।

অজান্তেই ঘড়ির কাঁটা আর
বাঁ বুকে বসা আজন্ম পাম্পটায়
জড়িয়ে দেয় একান্ত উত্তাপ।

তারপর সব কথা শেষ হয়ে গেলে
পড়ে থাকে--
পোকায় চোষা অবশিষ্ট শরীর্।
রক্তহীন প্রাণহীন।

আসলে তো কেউ বাঁচি না --
অভিনয় ছাড়া!

গাঙের চিল যে শুধু জলই চেনে!

----ঝন্টু মণ্ডল . ১১/১১/১৩ -৭am