নিঝুম রজনী একাকী জাগি বিরহে তোমার প্রিয়া,
তোমা বিনা প্রাণ করে আনচান তৃষিত আমার হিয়া।
জানিনা কখন দিয়েছি এ মন তোমারি ও মনটারে,
সেই থেকে আমি হারিয়ে গিয়েছি তোমারি প্রেম সাগরে।
সত্য মিথ্যা বুঝিনা আমি শুধু বুঝি ভালোবাসি,
তাইতো আমি বারে বারে শুধু তোমা পানে ছুটে আসি।
তোমাতে আমাতে জানিনা প্রিয়া আছে কতো ব্যবধান,
তৃষিত হৃদয়ের আকুল আবেদনে রেখে গেছো অবদান।
দাওনিতো প্রেম দিয়েছো ব্যাথা আমার এ সরল বুকে,
ভেঙে দিয়ে মোর সুখের স্বপ্ন আছো প্রিয়া বড় সুখে।
দুঃখ বিলাসে পড়ে আছি আমি ভাঙ্গা মনটারে লোয়ে।
মরু প্রান্তরের তপ্ত বালুতে এ জীবন যাবে ক্ষয়ে।
হৃদয়ের মাঝে রক্ত ক্ষরণ বোয়ে যাবে অন্ধকারে ,
ভালোবাসতাম এ কথাটি কভু তুমিতো জানলে নারে।
মুখ ফুটে কভু বলতে পারিনি হৃদয়ের একটি বাণী,
জানাইনি আমি জানোনি তুমি হয়নি তো জানা জানি।