হঠাৎ একদিন....!
কোনো এক নিস্তব্ধ ভোরে
নিথর রবে হিমশীতল দেহটা..
মায়াবী এই চোখ দুটি দেখবে না কখনো
ভোরের প্রভা আর ধরনীর বসন্ত মহুরুহ..
কান দুটি শুনবে না কখনো নদীর কলতান আর পাখির কুহুকুহু..
অপূর্ণ থেকে যাবে "তোমাতেই আবদ্ধ" ইচ্ছে ডায়েরির পাতাগুলো..
স্বপ্নরা ডানা মেলে মুক্ত গগনের আধো আলো, আধো ছায়ায় মিলবে..
হয়ত সেদিন গগনমালা ধূসর মেঘে চাদর মুড়ি দিয়ে থাকবে..
রাতের জ্যোৎস্নায় থাকবে না জ্যোতি ভাসবে না স্নিগ্ধতায় ভরা রুপটি..
কেন জানো.....?
সেদিন আর আমি থাকবো না চিরচেনা রঙ্গবতী এই মায়াময় ধরনীতে...
প্রানহ্রাসের সেই মুহূর্তে থাকবে না শিয়রে প্রিয় মানুষটি
ভাসবে না দু'চোখে প্রিয়জনের মন শীতল করা রুপটি...
আমি তখনি হারিয়ে যাব যখন আড়াল হব
সকলের নয়নযুগল থেকে বহুদূর
ফিরবে না এ আত্না ধরনীর বুকে প্রেয়সীর অন্তঃকুঠিরে.....