শয়নে স্বপনে আসি বাঁধিলে কেমন করে
হেথা কুল নাই, ঠাঁই নাই তব বাহুডোরে
ভেবেছিনু এই ঘোর কাটিবে পলকে
নিমেষে হারায়ে ফেলি ধাঁধার গোলোকে।
আহা মোর ছোট প্রান কেন বা বধিলে
ধ্যান জ্ঞান মোর কেন বা হরিলে?
জড়ায়ে ধরিয়া বুঝি এই দূরে গেলে
কেমনে বাঁধিব তোরে, কোন কৌশলে।
আমি হেথা ভেসে যাই, তবু হেসে যাই
কোন মায়াজাল বিছাও আঁখিতে আঁখিতে
কুল হারা ডুবি আমি, যবে তোমারে হারাই
তবু নাহি ছাড়ি, চাই পরানে রাখিতে।।