শিক্ষক ক্লাসে যান,হাতে চক্ ডাস্টার
আজ তিনি পড়াবেন 'সিঙ্গুর_চ্যাপ্টার' ৷
ক্লাসে গিয়ে যতখুশি বক্ বক্ করে যান ৷
'সিঙ্গুর' বিক্ষোভে বলো কার অবদান  ?
ছোট ছোট কচি মাথা মনদিয়ে শুনে যায়
শিক্ষক ক্লাসে তবু লেকচার আওড়ায় ৷

সিলেবাস হেসে বলে,"মাস্টার জানে  না
আজ সেথা সিঙ্গুরে মানুষের কান্না !
চাষ ছিল জমি ছিল রং ছিল খয়রি
দু'টাকার চাল দিয়ে সাজালো কে ভিকিরি "  ?

কত শত তথ্যে আজ,ভর্তি যে ইতিহাস
সত্যের পথ খোঁজে সিঙ্গুর সিলেবাস  ৷
দিনআসে দিনযায়,সময়ের দোলনায়
ইতিহাস চুপিচুপি কতো কথা লিখে  যায় !
কান্নার   অক্ষর   ভেসে   যায়   বাতাসে
দিন  গুনে সিঙ্গুর স্বপ্নের আকাশে  ৷


@গৌতমমন্ডল