পুড়ছে বিবেক অনুশোচনায়,সন্তাপে ভরে মন,
নীরবে পড়ছে নয়নের পানি,নেই পাশে কোনো জন।
মনের ভেতর উঠেছে তুফান,নীরবে অশ্রু ঝরে,
কৃতকর্মের আগুনের শিখা,জ্বলে দাউদাউ করে।
আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত,হয়েছে জীবন আজ,
সময় শুধুই বিদ্রুপ করে,লুটিয়ে পড়েছে তাজ।
আলোর আশায় অশান্ত মন,পরেছে নতুন সাজ,
মনের কালিমা নির্মূল করে,ঘুচাবে আপন লাজ।
উঠবে আবার নতুন সূর্য,জীবনে আসবে সুর,
প্রাণের ছোঁয়ায় জুড়ে যাবে মন,থাকবে না বেশি দূর।