ক্ষুধার জ্বালায় মরিমরি
দাও-গো কিছু অন্ন
খেয়ে বাচি আমরাও মানুষ
নয়-গো আমরা বন্য।
তোমরা করো যে-দেশ শাসন
সে-দেশ আমাদে’রো
এ-বার না-হয় দেশি জেনেই
একটু দয়া করো।
কেউ-কেউ নষ্ট করে খাবার
ডাস্টবিনে ফেলে
কেউ-কেউ আবার পেটের দায়ে
পচে মরছে জেলে।
কেউ-কেউ খাচ্ছে বারেবারে
ভুঁড়ি যাচ্ছে বেরে
কেউ পায়'না একবেলা খাবার
প্রাণ যেতে চায় ছেরে।
ফ্রিজ ভরে রাখে খাবার
ক্ষুধার্তকে হঠায়
পিপীলিকা অনেক ভালো
মানুষ, মানুষ ঠকায়।
ক্ষুধার্ত-রা চলো এবার
ভাঙ্গি ওদের বাড়ি
মোদের খাবার খাচ্ছে যাঁরা
ওরাই স্বৈরাচারী।