নতুনত্বকে করো গো স্বাগত! ওহে প্রিয়,
আমার সব মলীনতা মুছিয়ে শান্তি ছোয়া দিও,
যদিও, আমি ভীষণ মলীন, নইকো তোমার মতোন
তবুও আমার আগামী জন্ম তৈরি করো আপন।
কি জানি, কি যে বলেছি প্রিয়, ভেঁবেছি কি যে সব
তবুও জানো উঠেছে বাইরে আমার কলরব।
ভুল ছিলো কি ভুলে যাওয়া বেওয়ারিশ অভিমান
তাই কি তবে উঠলো সবে আমার গুন্জন।
আজই বুঝি শেষ বীণাটা বাজবে আমার তরে
তবুও বলো ভুলবো আমি তোমায় কেমন করে।
অজানা এ ভালোবাসা জানবে তুমি যখন প্রিয়
তখন না হয় পুষ্পমালা নয়নজলে দিও।