ভোরের পেয়ালায় ধোঁয়া ওঠা
চা হয়ে ছুঁতে চেয়েছিলাম তোমার ঠোঁট--
পরম সুখে তৃপ্ত হতো তোমার মন,
আমি মিশে যেতাম শ্বাস প্রশ্বাসের গভীরে
প্রাণের পরশ লাগতো দেহমনে
ধন্য হতো সকালবেলার ক্ষণ।
আমি তোমার গামছা হতে চেয়েছিলাম
একান্তে টেনে নিতে নিজের করে
উষ্ণ প্রানের অনুভূতির ছোঁয়ায়
জড়িয়ে ধরতাম আপন সোহাগ বল-এ,
আনন্দেতে গন্ধ শুষে মন হারিয়ে যেত
ধন্য হতো সারাদিনের ক্ষণ।
আমি তোমার কাঁকই হতে চেয়েছিলাম
সাজিয়ে দিতাম মনের মতন করে
তুমি দেখতে দু'চোখ ভরে অপলকে
নতুন করে ভালবাসার ডোরে,
আমি নাচতাম চুলের পরিপাটে
থাকতাম সুখে মাথায় কিছুক্ষণ।
আমি চেয়েছিলাম নিত্যসাথী হতে
তুমি ভেবেছিলে জীর্ণ মলিন বসন
ছুঁড়ে ফেলে দিলে হেলায় অনায়াসে
অবাক দু'চোখ মোর রইলো বিজন ঘরে,
স্বপ্নগুলো অধরা রয়েই গেল--
ভোরের সূর্য করছে আলিঙ্গন।