আমি কল্পনা করতে ভালোবাসি
তাই কল্পনায় বার বার টুম্পার কাছে আসি।
আজও গিয়েছিলাম টুম্পার সোনার ঘরে
ভিজে বৃষ্টির জলে
টুম্পা অঘোরে ঘুমচ্ছিলো।
জাগাতে চাইলো না মন
কি নিশ্চিত জীবন!
কি নিস্পাপ দেখাচ্ছিল টুম্পাকে
টুম্পার ঘুমন্ত চোখের দিকে
তাকিয়ে ছিলাম অ.. নে.ক..ক্ষণ,
দেখলাম চামড়ার চাদরে ঢাকা
বুকের ভিতরের মনটাকে
অপূর্ব সুন্দরী টুম্পা মনি
এ রূপ পূবে দেখি নি ;
অতি সন্তর্পণে আসতে চাইলাম ফিরে
চকিতে টুম্পা আমার হাতটি ধরে
বললে যেওনা চলে
ছিলাম তোমারই অপেক্ষায়
তুমি আসবে বলে।
সে কি!
তুমি ঘুমোচ্ছিলে না?
করছিলে অভিনয়!
এ সবই কল্পনা
সত্যি কিছু না।