তুমি কি খুব বেশি ব্যাস্ত প্রিয়?
নাকি তোমার পাড়াতে সন্ধের
অন্ধকার ঘনিয়েছে, হিসেবের ভিরে?
জীবনের ঘনঘটা বিচ্ছিন্ন ধুমকেতুর মত
আকাশের শূন্যতায় মিশে যাবো,
শুধু তুমি ফিরবে অপেক্ষাটা ঘিরে।
হয়তো তোমাকে না পাওয়ার মধ্যেই
খোজে নিব জীবনের প্রিয়
বিষাদ মাখা সৃতির ডায়েরিখানা।
পাবার খাতা শূন্য ভিশন রেখে,
জোসনায় পানিতে পা চুবিয়ে,
দুঃখ মিলাবো হিসাব না জানা।
ভালো থেকো তবুও তুমি
নিজের অদ্ভুত শহরের মালা তুলে।
আমি নিছুক পথ হারিয়ে পাগলের বেশে,
কাটাবো জীবন ছায়া বৃক্ষের তলে।