সন্ধ্যায় হয়ে গেল হঠাৎ এক পশলা বৃষ্টি
সিক্ত হয়েছে পথ ঘাট বৃক্ষ নোনাজল
মৃতপ্রায় লতাগুল্ম ফিরে পেয়েছে বল;
চাতকীর চাওয়ায় সিক্ত হৃদয় ফিরায়েছে দৃষ্টি।
মাটির বুক শুষে বেড়িয়ে আসে সোদা গন্ধ
বসন্তের নতুন পাতা তোমার সুরেলা হাসির মত খিলখিল করে
কিছু লতা জড়াতে চায় যেন তোমার কোমরে ;
লতায় পাতায় মিলে ধরে নতুন ছন্দ।
যে বিদগ্ধ বাতাস বিরাগে জল বয়ে এনেছে
ভালবাসায় সে শীতল হাওয়া বিলায়ে দিয়েছে,
কবিতার পাতায় যুক্ত হয় নতুন করে
বাঁশরী বাশিতে আপন হৃদয় ভরে  
বিবাগী হাওয়ায় হৃদয়ে জাগে নতুন প্রাণ
প্রেমিকার হৃদয়ে গুন গুনিয়ে ধরে গান।
এমনি করে যদি মহা বৃত্তবান কুটনৈতিকের কুট প্রাণে
হয়ে যেত এক পশলা বৃষ্টি
পৃথিবী নতুন মহিমায় হত সৃষ্টি
হয়না, হয়না সহসা এমন রহমত
পাপী তাপি জীবনের সাথে হয় না সহমত;
বৃত্তবানের হৃদয় ভরেনা জলের বানে।
এক পশলা বৃষ্টির মুখ ধোঁয়া বাতাসে
তোমার মুখটাই কেবল বুক ছুঁয়ে রয়
মনের সব কথা বাতাস টেনে লয়;
তুমি কি পারোনা কাছে টেনে
ঢেলে দিতে বুকে এক পশলা বৃষ্টি
মুখ ফুটে পারোনা বলতে ভালবাসি ;
শুধু এতটুকু আহলাদ আয়েশে
বৃক্ষ পাতাও খরতাপে পোড়ে লুকায় হাসি।

বুকে ঝরুক ভালবাসার এক পশলা বৃষ্টি
ভালবাসার বিরহে হয় নতুন ইতিহাস সৃষ্টি।