অতৃপ্ত পিপাসা ভরা বসন্ত প্রহর
সমাগমে সমাদৃত বিষাদ শহর ।
তৃপ্ত দৈর্ঘ্য বিমোহিত নিশি অন্ধকারে
হেরিয়া নয়ন ভরে স্নিগ্ধ আপনারে ।
জলে জলে কলকলে
এ জীবন ছায়াতলে ,
ঝলক দিবস মায়া ঘুরে দ্বারেদ্বারে
হেরিয়া নয়ন ভরে স্নিগ্ধ আপনারে ।
পৃথিবী বসন্ত ফেলো, শাখা ভরা ফুলে
কোন ঋতু এলো তবে মানুষের কূলে ?
ভুলে ভুলে বহুকালে নিখোঁজের বেশে
পার হয়ে যায় সদা ছলছলে হেসে ।
সময়ের স্রোত চলে
অবিরত টলটলে,
জীবনের অভিলাষ বয়ে চলে ভেসে
পার হয়ে যায় সদা ছলছলে হেসে ।