চোখ যেন বেদনার নদী গড়িয়ে পড়ে স্রোত
অতল সমুদ্র সংযোগ তার সীমাহীন তার ক্রোধ।
অল্পতেই সে ভেসে বেড়ায় বেদনার ছায়া ঘিরে
মায়াভরা অশ্রু ভেজায় দু-নয়নের তীরে।
মেঘ জমে সে আঁধার কালো বর্ষা নামে ঢেউ
বজ্রপাতে আঘাত হানে দুঃখ বেদনায় কেউ।
চোখ যেন বেদনার নদী ছলছল হয় মনি
হাজার দুঃখ পুষে রেখে লোনাজলে হয় খনি।
ভেসে যায় তার দিন রজনী অগাধ প্রেমের বাণী
দুঃখের রাজ্যে বেদনা গুলো হয়ে উঠে রাণী।
চোখ যেন বেদনার নদী যেন প্রদীপ জ্বলে
সাগর ভরা জল তরঙ্গ অগ্নি শিখা তলে।
এত জল থাকলেও তাতে নিভে না যে আগুন
ভালোবাসা উস্কে উঠে জাগায় মনে ফাগুন।