মুছে দিয়েছো সিঁথির সিঁদুর
কেড়ে নিয়েছিস বর,
কত কোল তোরা খালি করেছিস
ভেঙেছিস কত ঘর।
কত শিশু তারা হয়েছে অনাথ
হিসাব রাখিস তার?
পথে পথে ঘোরে তারা
ক্ষুধায় পায়না খাবার।
তোদের এবার জ্বালাব চিতায়
আমি যে বহ্নিশিখা,
তোদের রক্তে সিক্ত কৰিব
পরিব যে জয়টিকা।
নারী যে অগ্নি শিখা
মানি না ললাট লিখা,
মানিনা বারণ মানিনা শাসন
নারী যে আজ বহ্নিশিখা।