আমি খুঁজে ফিরি বসন্ত,এই ভরা ফাগুনে --
লাশ পুড়ছে,দেশ জ্বলছে, দাউ দাউ আগুনে।
ফাগুন বাতাসে ভেসে আসে
বারুদের গন্ধ।
বসন্ত বাতাসে ভেসে আসে
বুলেট ঝাঁঝরা পচা লাশের গন্ধ।
রাঙা পলাশের ঢেউয়ে ভেসে আসে
হাজারো শিশুর অসহায় কান্না,
অসহায় মানুষের আর্ত চিৎকার
ধ্বনিত হয় আকাশে বাতাসে।
লাশ আর ধ্বংসস্তূপের ওপর
অনায়াস বিচরণ ভারী বুটের।
মিস্টার রণোন্মাদ প্রেসিডেন্ট!
তুমিও কি শুনতে পাচ্ছো কান্নার শব্দ?
শুনতে পাচ্ছো কি মানুষের আর্ত চিৎকার?
দেখেছো কি পলাশে ঝরছে রক্ত?
তোমার লোলুপ আগ্রাসী চাহুনীতে
শুধুই ধ্বংস হয় সভ্যতা,স্থাপত্য।
মৃত্যু মিছিলে যোগ হয় আরো লাশ।
একদিন সব ফুরাবে,
ফুরাবে তুমিও ----
তখন চেয়ে দেখো তোমার শিশুটির দিকে
হয়তো বা ফিরবে আবার বসন্ত
আবার দোলা লাগবে শিমুল পলাশে,
কৃষ্ণচূড়ায় আবার আসবে ফাগুন।