অভিশাপ তো দিতে পারবো না,দিতে চাইও না,তবে এইটুকুই শুধু চাইবো তোমার মতোই একজন যেন তোমার জীবনে আসে;
কথা দিয়ে কথা না রাখুক, ভালোবেসে আগলে না রাখুক, ছেড়ে না যাওয়ার শপথ নিয়েও ছেড়ে চলে যাক, স্বপ্ন দেখিয়ে সে স্বপ্ন ভেঙেচুরে একাকার করে দিক, গল্প করতে করতে ভোর হয়ে যাওয়া রাত গুলো দীর্ঘশ্বাসের ভরে উঠুক, তবেই না তুমি বুঝবে;
তবেই না তুমি বুঝবে তুমি ঠিক কেমন একটা মানুষ, আদোতে মানুষ হয়েছ কি না, মানব জন্ম পেলেই তো আর মানুষ হওয়া যায় না;
মানুষ হতে গেলে তো মনুষ্যত্ব থাকতে হয়, থাকতে সুন্দর একটা হৃদয়, তোমার তো সবটাই ছিলো মিথ্যে অভিনয়ের আশ্রয়;
একতরফা অভিনয় হলেও এক তরফা তো ভালোবাসাই ছিলো, তাই তো তুমি নির্দ্বিধায় এতোটা পোড়াতে পেরেছ;
অভিযোগ নেই কোনো অভিশাপও দিবো না, জীবনটা ভরে উঠুক তোমার, তোমার মতোই পেয়ে একজনা;