যে ঠোঁটে চুম্বন দিয়েছিলে অঘ্রাণের রাতে
শালবৃক্ষের পাশে হরিদ্রাভ গলন
আর অরণ্যের নিঃশ্বাসে জমেছিল
ছায়াপতনের অপূর্ব মৌতাত
কেন আজ সেই ঠোঁটে ভিখারি প্রস্তাব
সমস্ত জাহ্নবী রাত, মাটির সাবেক দেওয়াল
অথবা দীর্ঘ উপলের স্তুপাকারের নিচে
যে নির্মাণ অলক্ষ্যে আয়োজনহীন
নোনা ফল্গু বুঝিনি এগিয়ে গিয়েছে কখন
আমি তো ভিখারি আজও বসন্ত অশ্বত্থের মতো
আমি তো ভিখারি বলে মায়া মায়া নাক্ষত্রিক রাতে
শরীরে উল্কি আঁকি হিরণ্ময়।
অন্ধ জানে কতটা অন্ধকার, তুমি জানো না।