তুমিহীনা আজও আমি একা
খুঁজতে চাইনি নবরত্নের পাখা।
বসে আছি একা নির্জনে,
তোমারি চিন্তাকুলে মগ্ন হয়ে,
নিরালা কোন এক বৈচিত্রময় স্থানে
দেখছি কত জনকোলাহল,
তোমঙ্গের সধ্যচিহ্ন নাহি আছে
বৈচিত্রময় সবই অবিকল।
তুমি তো তুমি,
সকলের তরে খুঁজিয়া বেড়াই আমি।
দেখি যত তোমার ছুরুতে মুখ
কাপিয়া উঠে আমার উষ্ণচড় বুক!
অশ্রু ভেজা চোখে আমি প্রায় ক্ষিপ্ত,
ধরিতে ব্যকুল তোমার চিহ্ন হস্ত।
যদিও তা সম্ভব নয়-
মনে আকাঙ্ক্ষার আবির্ভাব রয় নিশ্চয়।
তুমি হচ্ছো মোর গান কবিতা,
সব সময় আমার মঙ্গে ভেসে ওঠে
তোমার স্মৃতির কুণ্ডলীটা!
তাইতো আমি আজও একা,
শুধুই একা...!!