জুয়েল সাদত
আজই ফিরলে ?
হ্যা , একাই ফিরলাম ।
কেন , জানতে ইচেছ করছে না ,
না ।
আগ্রহ নেই , ছিল এখন নেই
তুমি কেমন আছ ?
আছি । যেমন থাকে সবাই ।
তুমার মেয়েটা বড় হয়ে গেছে নিশ্চয়ই , অনেক বড় তাই না ?
হ্যা । তাইতো সে না বলে চলে গেল এক স্কটিশের সাথে ।
ওহ । সরি ।
সরি বলছ কেন ? এটা্ই হয়ে থাকে,
আর আমাদের প্রিয়দর্শিনী ভাবী ?
তিনিও ও শেষ বয়সে এক ভালবাসার মানুষের হাত ধরে ভালবাসার শহর প্যারিসে বাসা বেধেছেন
ওহ । সরি ।
বার বার সরি বলার দরকার নেই , মানুষের জীবনটাই একটি ঘুড়ির মত ।
অনেক দুর যেতে চায় । যাচেছ সবাই ।
যাক , তুমার কথা বল । কেমন যাচেছ তুমার । আমাদের ডিসি সাহেব ভাল আছেন তো ?
আছি । ভাল মন্দের মাঝামাঝি ।
কেন ? কোন সমস্যা ?
উনি অনেক উপর থেকে নেমে গেছেন । ও এস ডি । সহকর্মির সাথে উনার প্রেম ও উন্মাদনা ।
তিনি উনার মত আছেন , আমি আমার মত আছি । তবে সময় চলে যায় বেশ ।
মানে তুমি সে রকম ভাল নেই । যদিও ভাল থাকাটাও একটা প্রতিভা । অনেক অভিনয়ের ব্যাপার স্যাপার!
ঠিক বলেছ , আমরা সবাই অভিনয়ের মাঝেই আছি । কেউ দেশে – কেউ বিদেশে ।
জুয়েল সাদত : ফ্লোরিডা ( আমেরিকা ) ১৮ সেপ্টেম্বর /২০১৯