জুয়েল সাদত
সারা বাংলা কি?
সারা বাংলা কি কোন সর্বহারা পাটি,নাকি কোন সাম্যবাদি দল।
সারা বাংলা হল, পুরোনো সংসারের নতুন এক পরকিয়া,
নাকি সারা বাংলা কোন পীর মুরিদের আস্তানা।
আমার কাছে সারা বাংলা পরিবারের অশান্তির এক মহাসড়ক।
নাকি সারা বাংলা কোন গন্তব্যহীন লোকাল ট্রেন,
যে ট্রেনে কোন বগির সীমাবদ্ধতা নাই,যে পারে উঠচে। এক কোলাহলে ভরপুর ট্রেন।
যে ট্রেনের হাল ধরেছে চারুকলা থেকে ছিটকে পড়া এনায়েত ধ্রুব।
সারা বাংলা হয়ত সব বে সুরো গায়কদের নতুন প্রাটফর্ম,
নাকি সারা বাংলা আমার তুমার সকলের বায়োডাটা।
নাকি সারা বাংলা মধ্যে বয়সি রমনীদের রুপের প্রতিযোগীতা,
আবার পরক্ষণেই মনে হয় সারা বাংলা কোন মোবাইল ফোনের এজেন্ট, এম বি বেচার বাহানা।
সারা বাংলা, কি? মধ্য বয়সের ভিমরতি, নাকি আঠা ময়দার প্রেমে পড়া। লেপ্টে থাকা।
নাকি সারা বাংলা এডমিন দের ফ্লাট কেনার কোন বাহানা।
সারা বাংলা কি কোন নাউন, না এডভার্ব না ভায়েল
আমার কাছে সারা বাংলা একটি সমাপিকা ও অসমাপিকার মাঝামাঝি সম্প্রদান ক্রিয়াই।
সারা বাংলা হয়ত একটি বিক্ষোভে, আবেগে ভরপুর "মনোরঞ্জন মঞ্চ "
সারা বাংলা দশ হাজারের না বলা কথার বিরাট চাপের বোঝা।
দিন শেষে সারা বাংলা একটি না ঘুমের ঔষধ।
জুয়েল সাদাত ( আমেরিকা)
florida /sadat734@gmail.com
/সংবাদ শিল্পী