কবিতা লিখতে লিখতে ক্লান্ত দুটো আঙ্গুল
প্রকাশকের তাড়া নভেম্বর থেকে জানুয়ারী,
স্ত্রীর বাজারের ফর্দ নিয়ে রোজ চেচামেচী
তবুও কবিতার সাথে প্রেম সরলরেখায় চলে ।
ইচেছ করলেই রফিকের মত গার্মেন্টর এর মালিক হওয়া যেত
চাইলেই এসির শীতল বাতাসে জীবন কাটানো যেত ,
বৈধ অবৈধের অহমিকায় , কাগজের চাকরীটা্ই কবিকে তাড়ায়
জীবন সেত ভাবনার মরুপথে চলা অচিন পাখি
যে জোনাকগুলো জ্বলবে বলে প্রমিজ করেছিল
তারাও আজ এসির শীতল বাতাস খুজে ফেরে ,
কবির জীবন সেত , স্বপ্নের নি:শ্বাস নেবার জিওগ্রাফি,
আমশস্যা,জোছনা,বৃষ্টি ,ফাল্গুন,শরতের সাথে সহবাস ।।