একটা অস্থির সময় যাচেছ আমাদের পাশ দিয়ে
সবাই একটা বেকুবের মত ভান করছে, তাদের দলে আমিও
ঘুর্নিঝরের ক্যাটাগরি ৫ যেমন লন্ডভন্ড করে দেয়, ধ্বংস করে সব স্বাভাবিকতা
ঠিক সে সময়টায় কানের কাছে ভো ভো করছে এনোফেলিস মশা ।
একটা অস্থির সমাজে আমরা কজন অগন্তুক স্বপ্ন বুনি,
এ সময়টায় কালো মেঘটাও সাদা হয়ে যায় স্লাইমের মত
এখন দু:সময় , কারো কাছে কিছু চাইতে হয় না , সবাই মুখ দেখে বুঝে যায় অপয়া সময়
সবাই যেমন ডেরায় ফেরে ,দিবা স্বপ্ন গুলো আকাশে উড়ে অবলিলায় ।
একটি দু:সময় পার করছি গল্পের আাদলে
আলো জ্বলমলে দিনে ক্লান্ত চাদকন্যা ফিরতে চায় কৃষ্নগহবরে
মন্দ সময়গুলো সুসময়ের গল্প শুনাবে , ভাবছিল সুখময় সেন
দু:খের গহীনে অভাবি বাতাস আনন্দ খুজে ।
একটি আলোকিত ভোরের খুজে, ক্লান্ত পথিক পথ হারায় বারবার ,
হয়ত এভাবেই শুন্যতা থেকে সৃৃষ্টি হয় দৃশ্যমান গতিপথ
এখন দু:সময়, এখন সুসময় -পথ হাটে একসাথে
অসুভ বাতাস কি যেন ভেবে আকাশে মেলায় ।
( Florida , USA )