জুযেল সাদত
হ্যালো - কেমন যাচ্ছে দিন কাল
হ্যা - ভালোই যাচ্ছে, অলসতার সাথে লেপ্টে।
হ্যালো -শুনলাম কাশিটা বেড়েছে?
হ্যা - আসলে সাধারণ কালশিটা আছেই
কাশিটাও ভীত করনায়।
হ্যালো - পড়াশোনা ও লেখালেখি কেমন যাচ্ছে,
হ্যা -এইতো ছয়টি কবিতা ও একটি প্রবন্ধ লিখলাম।
বই পড়েছি অর্ধশত।তবে ভুলে ভরা নামাজটা ঠিক করলাম।
হ্যালো - আর কিছু শিখলে, এই আবদ্ব সময়ে।
হ্যা - একটি নতুন জিনিস শিখলাম ,
হ্যালো - কি সেটা শুনি।
হ্যা - মজার জিনিস শুনতেই চাও।
শুন, ঝাড়ু দিতে হলে সামনে যেতে হয়,
ঘর মুুুছতে হলে পেছনে যেতে হয়।
আরও শুনতে চাও
হ্যা -বলো : প্লেট ধুতে হলে প্রথমে পেছন টা দিয়ে শুরু করতে হয় ।
হ্যালো - একটুও রং বদলায় নি তুমার,
হ্যা - তা বলতে পার।
হ্যালো - করনা নিয়ে তুমার কোন উদ্বিগ্নতা নেই
হ্যা - আছে, তবে সবার মত না ।
কি হবে আর চিন্তা করে, গর্তে কত সময় লুকাবে পৃথিবীর মানুষ।
আমি শেওলায় ও ময়লার স্তুুপ থেকে রিফ্রেশ করছি মনটাকে।