কাজের ভিড়ে অবাক হয়ে,
দেখলো সবাই একটু চেয়ে।
জানলো পাড়া প্রতিবেশী,
খেলাম আমরা মিষ্টি বেশী।।
জীবন গতির আপন মায়ায়,
বয়েছে নদী নিজের ধারায়।
ওপারেতে যাবো জামাই,
নিবে সাথে বন্ধু তোমায়।।
হলো আদর সবার মাঝে,
ছিলো যেনো জামাই সাঁজে।
আপ্যায়ন শেষে দধি এলো,
জামাই আদর কেমন হলো??