ঝাঁঝালো কন্ঠে তুলেছ সুর,
বিদ্রোহী কবি, নও তুমি দূর।
অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক,
নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক।।
অগ্নিবীণা হাতে হয়েছে প্রবেশ,
ধুমকেতুর মতো করেছো প্রকাশ।
তোমার প্রতিভায় সকলেই যে মুগ্ধ,
রয়েছে বাংলায় গোলাপের গন্ধ।।
গড়েছে নগরী, উঠেছে দালান,
পায় নি কেউ তোমায় ছাড়া প্রাণ।
কণ্ঠে আজও বেজে উঠে,
চল্ চল্ চল্,
ঊর্ধ্ব গগনে বাজে মাদল,
নিম্নে উতলা ধরণী-তল,
অরুণ প্রাতের তরুণ-দল
চল রে চল রে চল্
চল্ চল্ চল্।।