ঘরের কোণে আলো জ্বেলে রাখে যে মমতা,
অন্তরে বাজে সুর, ভালোবাসার গাথা।
পরিবার নামে সেই নদীর অবিরল ধারা,
ভালোবাসা তার জল, স্নিগ্ধ সবার পারা।
মায়ের হাসি বাবার চোখে অজান্তে যে লেখা,
ভাইবোনের কলরবে গড়ে ওঠে মেঘলা রোদেলা একা।
রক্তের বাঁধন নয়, বরং যত্নের সূত্রে গাঁথা,
সময় যেন থেমে থাকে এই ছবির মাঝে বার্তা।
ভালোবাসা শুধু ফুলের সুবাস নয়,
দুঃখের রাতে যারা জড়িয়ে ধরে, সেই তো সত্যি পরিচয়।
পরিবার সেই গাছ, যার শিকড়ে অন্ধকার ভেদি আলো,
প্রতিটি ডালে ফোটে আশা, ঝড়ে দাঁড়ায় অবিচল ঠাঁয়।
মিলেমিশে খাওয়া ভাতের প্লেটে অমৃতের স্বাদ,
কথা নয়, চোখেই বোঝা যায় যত অনিয়মের ইশারা-ইঙ্গিত।
জীবনের কাঁটাভরা পথে যারা হয়ে থাকে সম্বল,
ভালোবাসা ও পরিবার—জেগে ওঠে সেই অবিনাশী ছবি জল।
ঝড়ের পরে যেমন আকাশে রংধনুর খেলা,
তেমনি পরিবারের মাঝে ভালোবাসা অম্লান মেলা।
হৃদয়ে লালন করো এই বন্ধন, এই স্নেহের ভার,
জীবন যদি কবিতা হয়, তাহলে এর শিরোনাম— "ভালোবাসা ও পরিবার"।