আমরা মানুষ, গেয়ে যাবো মানবতার জয়গান,
সমুন্নত রাখবো মিলে মানব জাতির মান।
থাকতে পারে জাতি বিভেদ,
আনবে না তা মিলনে ছেদ।
এক বাগানের ফুলের মতো করবো শোভা দান,
আমরা মানুষ, গেয়ে যাবো মানবতার জয়গান।।
মনে কেনো ভাবনা গড়ো,
তুমি ছোটো আমি বড়ো।
ভাবনা এমন ত্যাজ্য মেনে হবো আগুয়ান,
আমরা মানুষ, গেয়ে যাবো মানবতার জয়গান।।
প্রাণের সাথে প্রাণের টানে,
মিলবো সবাই প্রাণে প্রাণে।
মানবতার মূল্য আমরা জানবো সুমহান,
আমরা মানুষ, গেয়ে যাবো মানবতার জয়গান।।
সম্প্রীতিতে থাকলে হৃদয়,
মানবজীবন ধন্য যে হয়।
স্বর্গসুখের বইবে ধারা বিশ্বে অফুরান,
আমরা মানুষ, গেয়ে যাবো মানবতার জয়গান।।