বসন্তের স্নিগ্ধ দিনের আলো,
পাখিদের কিচিরমিচির লাগে ভালো।
কত শত স্বপ্ন দেয় উঁকি,
জীবন যুদ্ধে নেই কোনো ঝুঁকি।।

বিলিয়ে দিলাম আজি আমার প্রাণ,
তোমার মনে রয়েছে আমার জান।
দুর্গম গতিপথ পারি দিবো সহজে,
থাকবো চিরকাল তোমার হৃদয়ের মাঝে।।

আজ এ দিবসে ভালবাসা হয়েছে রিক্ত,
হয়েছি আমি তোমার প্রেমেতে সিক্ত।
জেনেছি আজ কত মহান ছিল ভালবাসায়,
হয়েছে মহীয়ান সকলের মনের আশায়।।

(#কবিতাটি উৎসর্গ করলাম আমার প্রিয়তমা জীবনসঙ্গিনীকে।)

১৪ই ফেব্রুয়ারি ২০২০