তোর মেঘ হয়ে যায় শাড়ির আঁচল, আমি মেঘ ছোঁব না জল?
বল, আমায় ভাল বাসতে গিয়ে, কেন অশ্রু টলওমল?
তার চেয়ে বরং....
তুই বৃষ্টি হলেই পারতিস, আমি মাখতাম গায়ে তোকে।
তুই অঝোর ধারায় ঝরতিস, (আমার) কষ্ট-বেদনা সামলাতে।।
যারে তুই বৃষ্টি হয়ে যা, ওরে তুই বৃষ্টি হয়ে যা,
যারে তুই বৃষ্টি হয়ে যা... কন্যে।
অষ্ট প্রহর দিবা-রাত্রি, সৃষ্টির এ সুখ ছেড়ে,
আমার কষ্ট গুলো গুমড়ে কাঁদে বৃষ্টির অপেক্ষাতে।
ও আমার, অষ্ট প্রহর দিবা-রাত্রি সৃষ্টির এ সুখ ছেড়ে,
কষ্ট গুলো গুমড়ে কাঁদে বৃষ্টির অপেক্ষাতে।
মন আমার দিগ্ বিদিকে ঘুরে ফেরে,
ঘুরে ঘুরে খুঁজে ফেরে তোর আদরের, গহীন সুখের ঢেউ।।
যারে তুই বৃষ্টি হয়ে যা, যারে তুই বৃষ্টি হয়ে যা,
যারে তুই বৃষ্টি হয়ে যা কন্যে।
আমি ভিজব তাতে, মাখব গায়ে।
শুন্য দু হাত রাখব বায়ে।
কোন কারন ছাড়া, এ তল্লাটের জানবে না তা কেউ।
যারে তুই বৃষ্টি হয়ে যা, যারে তুই বৃষ্টি হয়ে যা,
যারে তুই বৃষ্টি-ই হয়ে যা।
তুই বৃষ্টি হলে পারতিস, আমি কৃষ্টি কলার ছলে...
তোর হাতে হাত রাখব বলে, জুটতাম তোর দলে।
ওরে তুই অঝোর ধারায় ঝরতিস, আমার বিষম ঘুমও ঘোরে,
দৃষ্টিটাকে আটকে আমি, রাখতাম প্রানে ভরে।।
কন্যা তুই বৃষ্টি হলেই পারতিস,
আমি ওষ্ঠ মাঝে আলতো করে তোকেই ছুয়ে দিতাম।
তোর ইশারাতে এক নিমিষে গা ভিজিয়ে নিতাম।
ভেতর আগুন চাপা কষ্ট যত, ঠান্ডা হতো তাও।
কোন কারন ছাড়া এ তল্লাটের জানতোনা তা কেউ।।
যারে তুই বৃষ্টি হয়ে যা, যারে তুই বৃষ্টি হয়ে যা,
লারালা লাল্ লাল্ লারা লা, লারালা লাল্ লাল্ লারা লা।
লারালা লাল্ লাল্ লারা লা, লারালা লাল্ লাল্ লারা লা।
লারালা লাল্ লাল্ , লাল্ লাল্ , লাল্ লাল্,
লাল্ লাল্ লারা লা।।।
- সমাপ্ত -

(জুয়েল মল্লিক, সময়:-3:22am তাং:- 9.06.2018.)
1 hr · Privacy: Publi