সে গল্প লেখে নিজের জন্য,
আর, আমি মিছে স্বপ্ন বুনি।
সে কবিতা বলে আপন মনে,
আর, আমি মিছে প্রহর গুনি।
মেঘ পিওনের ব্যাগে এখন কাঠ পোকাদের দল।
সে চলে তার মর্জি মত,
আর, আমার মনে দ্বন্দ্ব যত,
উপছে অবিচল।।
সেই এক আমি, এক তুমি, একটাই পৃথিবী ...
একই পথ, হাসি আর কান্না ।
একই দামে চলছে, সেই একঘেয়েমি,
এভাবে তো…… আর না …… আর না।।
কত বিষাদ ভীষণ, হারিয়ে নীলিমায় নীল,
শরীর ভরা আভূষণে যেন বিদ্যুৎ চমকায়।
আর তুমি আমি দূর থেকে আরো বহুদূর …
যেন সরে যাই আরও সুদূর।।
ঐ নক্ষত্ররাজির মাঝে একাকি আমি,
তোমার বিশালতা ছুঁতে পারেনা আমায়। তবু...,
হাজার কথার ভিড়ে, নিশ্চুপ এই,
প্রহর গুলো কেটে যায় নিরব হাওয়ায়।
রূপ বদলায়, বদলায় সময়
বদলায় দিন নীলচে আশায়,
ভীষণ হতাশায়।।
বলো,
কি হবে এমন, আমৃত্যু এভাবে, মৃতের সাধনায় মজে।
জাগো বিভূতিভূষণ, কড়া নাড়ে সে আলো।
চলো অমৃতের খোঁজে ।।