শ্লোগানে মুখর ফিকে হয়ে যাওয়া দেওয়াল,
যেন ভুলতে বসেছে স্বাধীনতা এনেছিল।

দুঃস্বপ্নে তার পাঁজর ভাঙ্গার শব্দ,
তুমি মন খারাপে কার কার কথা ভাবো?

রক্তে উঠেছে অনন্ত জোয়ার,
আকাশে উড়াও বিপ্লবী  ফানুস।

শেষ বিদায় এ বিদায় নেওয়ার পালায়,
তবু, মানুষ তোমার ফেরেনি এখনো হুঁশ!

তুমি দ্বিধায় বসে কাটিয়ে দিয়ে জীবন,
আপন করিলে পরের কথায় পর।

তোমার ঘরেতে লাগিলে বেজায় আগুন,
পড়শী ছাড়া তা নিভিবে কিভাবে আর?

সেই পড়শীর ঘর পুড়ে যদি হয় ছাই,
তোমাকেও তবে বাঁচাবার কেউ নাই।

তখন, রোদসী হতে কেউ তোমাকে এসে,
সশরীরে স্বর্গে নেবে না টানি।

তবুও, জীবন সহজ কথা বলে,
আজীবন কিভাবে টানিবে আত্মগ্লানি?