আমি জন্মাই আবার মরে যাই।
কত সহস্রবার জন্মেছি আমি,
তোমায় পাবার আশায়।
যে তুমি হরিণের মত চপল, ক্ষিপ্ত।
কখনো হয়েছিলে ময়ূরের কারুকাজ
তখন আমি কচ্ছপ, দীপ্ত।
কতবার ভুল জন্মেছি আমি
কতবার তো ভুল পৃথিবীতে,
তার ইয়ত্তা নাই।
একবার তো চা বাগানের মালী হলাম।
তুমি হয়েছিলে আম্রপালি,
আমার আসতে দেরি হওয়ায়
কত দুর্দিন কাটাতে হয়েছিল তোমার।
সময়ও পরিহাস করে…
কত সময় অসময়ে জন্মেছি আমরা!
একবার আমাদের দেখা হয়েছিল,
মনে আছে তোমার…?
আমি বলেছিলাম আমি তোমার,
ঠিক যেমন তুমি আমার।
তুমি বলেছিলে ভেবে বলবে।
তার পর কত জন্ম চলে গেল।
কত ভালোবাসা জমা হয়ে আছে…
নিবে তো?