জন্মের স্বাদ নিয়েছি কবে
ভুলেই গেছি তা ,
তারপর থেকেই স্বাদ পাচ্ছি
খাচ্ছি যা ও না খাচ্ছি যা তা ।
দিনের আলোর স্বাদ নিয়েছি
রাতের আধার কাড়ছিনা ,
সুখে থাকার স্বাদ নিয়েছি
যন্ত্রণাকেও ছাড়ছিনা ।
রঙের স্বাদ দেখেছে চোখে
কান চেখেছে শব্দের ,
নাক নিয়েছে সুবাসের স্বাদ
মাথা ধরেছে অঙ্কের ।
উড়ার স্বাদ পাখনা নিবে
ঘুরার স্বাদ পায়ের ,
স্বাধীনতার স্বাদ নিতে তাই
রক্ত ঝরেছে ভাইয়ের।
জীবনের স্বাদ নিয়েছি অনেক
প্রেমের স্বাদও মনে ,
মৃত্যুটারও স্বাদ নিতে চাই
আশা বড় প্রানে ।।