মেঘ ঝর ঝর বৃষ্টি মনে, মেঘ ঝর ঝর বৃষ্টি।
দূর আশার স্বপনে তবু, চলছে অনাসৃষ্টি।
একটা সময় মন দিয়েছি, এক পলকেই দেখে।
তার সনে এই প্রাণ বেধেছি, হিমেল আপছালোকে।
একটা সময় হারায় আবার, লুকায় অগোচরে।
এক জীবনে ভালোবেসে মোন, ফেঁসে গেছে একেবারে।
এক জনমে কি চেয়েছি, কি খুঁজেছি আমি।
জানতে চাইলে প্রশ্ন হাজার, উত্তর বেনামী।
তবুও জীবন মনের মতন, খুঁজে বেড়ায় তারে।
তার জন্য হাজার জীবন, ছেড়ে দিতেও সে পারে।।